রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

হাটহাজারীতে কীটনাশক পানে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিতঃ ২০ সেপ্টেম্বর ২০১৭ | ৫:০৭ অপরাহ্ন

চট্টগ্রাম: হাটহাজারীতে কীটনাশক পান করে মো. মাহবুব আলম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার মেখল ইউনিয়নের ফকিরহাট আলী ম্যানশনে নামের একটি ভবনে এই ঘটনা ঘটেছে।

মাহবুব আলম ওই এলাকার মৃত ইউছুপের ছেলে।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করছি কীটনাশক পান করে আত্মহত্যা করেছে মাহবুব আলম। সে মানসিক ভারসাম্যহীন ছিল বলে স্থানীয়রা জানিয়েছে।