চট্টগ্রাম: মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন চট্টগ্রামের বিশিষ্টজন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
মঙ্গলবার দুপুরে নগরীর কাজীর দেউড়ি আউটার স্টেডিয়ামের সামনে মানববন্ধন থেকে তারা এ দাবি জানান। বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম মেট্টোপলিটন শাখা এই কর্মসূচীর আয়োজন করে।
মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতন বন্ধে বিশ্বশক্তিকে একতাবদ্ধ হয়ে রোহিঙ্গাদের নাগরিক হিসেবে সব অধিকার ফিরিয়ে দিতে দেশটির উপর চাপ প্রয়োগ করার জন্যে এ অনুষ্ঠানে আহ্বান জানান বক্তারা।
এ সময় সংগঠনের চট্টগ্রাম শাখার সভাপতি জসিম আহমেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাসান মাহমুদ হাসনী, বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি নিরূপম দাশগুপ্তসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।