রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

যমুনা ব্যাংকের ৭২ কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যবসায়ী কারাগারে

প্রকাশিতঃ ১৯ সেপ্টেম্বর ২০১৭ | ৭:০১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে যমুনা ব্যাংকের প্রায় ৭২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়েরকৃত মামলায় এক ব্যবসায়ীকে কারাগারে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এই আদেশ দিয়েছেন।

দুদকের আইনজীবী কাজী ছানোয়ার হোসেন লাভলু বলেন, টাকা আত্মসাতের অভিযোগের মামলায় আত্মসমর্পণ করলে ব্যবসায়ী আবু সাঈদ চৌধুরীকে কারাগারে পাঠান আদালত। অপর আসামি ব্যাংক কর্মকর্তা মনজুরুল আহসান চৌধুরী পলাতক রয়েছেন।

এর আগে ঋণপত্রের বিপরীতে যমুনা ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের পক্ষ থেকে গত ৩০ জুলাই মামলাটি করা হয়। মামলায় নগরের খাতুনগঞ্জের মেসার্স ছিদ্দিক ট্রেডার্সের মালিক আবু সাঈদ চৌধুরী এবং যমুনা ব্যাংকের সাবেক নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও খাতুনগঞ্জ শাখার প্রধান মনজুরুল আহসান চৌধুরীকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ‘সাঈদ ফুড লিমিটেড’ কোম্পানির পরিচালক হিসেবে অভিযুক্ত সাঈদ চৌধুরী ২০১১ সালের ১০ অক্টোবর থেকে ২০১৫ সালের ২৭ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে মঞ্জুরিপত্রের শর্ত ভেঙে যমুনা ব্যাংক খাতুনগঞ্জ শাখা থেকে সুদসহ ৭১ কোটি ৯২ লাখ ৩ হাজার ১১৬ টাকা আত্মসাৎ করেন। আর এ কাজে তাকে সহায়তা করেন তৎকালীন যমুনা ব্যাংক খাতুনগঞ্জ শাখার প্রধান মনজুরুল আহসান। অস্ট্রেলিয়া থেকে গম আমদানির জন্য এই ঋণপত্র খোলা হয়েছিল।