ঢাকা: পেশাজীবীদের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট লিঙ্কডইন কিনে নেয়ার ঘোষণা দিল মাইক্রোসফট ইন করপোরেশন। আজ এক ঘোষণায় মাইক্রোসট জানায় তারা ২ হাজার ৬২০ কোটি ডলার ব্যয়ে লিঙ্কডইন কিনে নেয়ার পরিকল্পনা নিয়েছে। তাতে লিঙ্কডইনের সায় রয়েছে।
মাইক্রোসফট জানায় তারা লিঙ্কডইন কিনে নিলেও এটি স্বতন্ত্রভাবে চলবে। এর বর্তমান সিইও ওয়েনারই এর আগের পদে বহাল থাকবেন। শেয়ার বাজারে লিঙ্কডইনের শেয়ার ভ্যালু ১৯৬ ডলার।
মাইক্রোসফট কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা বলেন,‘লিঙ্কডইন টিম প্রফেশনাল নেটওয়ার্কি গড়ে তুলতে অভূতপূর্ব সাড়া পেয়েছে। এটি সাড়া বিশ্বের পেশাজীবীদের এক সুতোয় গাঁথতে চেষ্টা করে যাচ্ছে। মাইক্রোসফট লিঙ্কডইনের সঙ্গে একত্রে কাজ এর প্রবৃদ্ধি আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে।
লিঙ্কডইন ওয়েবসাইটটি প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। এটি চালু হয় ২০০৩ সালের ৫ মে।