রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শিশুসহ ৪ রোহিঙ্গা চমেকে ভর্তি

প্রকাশিতঃ ১৮ সেপ্টেম্বর ২০১৭ | ৭:৪৯ অপরাহ্ন

চট্টগ্রাম: মিয়ানমার থেকে পালিয়ে আসা শিশুসহ গুলিবিদ্ধ ও অসুস্থ চার রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।

আহতরা হলেন- মিয়ানমারের মংডু এলাকার দেয়ামুপাড়ার নুর হাকিমের মেয়ে তসনিমা আরা (১০ মাস), মংডুর ছড়াইয়াবাজা এলাকার আবদুছ সালামের মেয়ে আয়েশা (২), মইবাজার এলাকার নজির হোসেনের ছেলে মো. সুফি (৫৭) ও দুমবাই এলাকার জাফর আলমের ছেলে মো. আলম (৪০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, শিশু আয়েশা চোখে আঘাত পেয়েছে। ১০ মাস বয়সী তসলিমা গুরুতর অসুস্থ। বাকি দুইজন গুলিবিদ্ধ হন। তাদের চিকিৎসা চলছে।

প্রসঙ্গত সম্প্রতি রাখাইন রাজ্যে নতুন করে সেনা মোতায়েন করে মিয়ানমার সরকার। এতে রোহিঙ্গাদের মধ্যে উৎকন্ঠা তৈরি হয়। এরই মধ্যে মংডু জেলার মংডু ও বুথিদাউং উপজেলায় গত ২৪ আগস্ট রাতে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে হামলা করে রোহিঙ্গা বিদ্রোহীরা। এ ঘটনার পর প্রাণ বাঁচাতে ইতোমধ্যে বাংলাদেশ সীমান্তে নাফ নদীর তীরে রোহিঙ্গাদের ঢল নেমেছে। গত তিন সপ্তাহে গুলিবিদ্ধ ও দগ্ধ অবস্থায় মোট ১১১ জন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এদের একজন গত ২৬ অগাস্ট এবং আরেকজন ৩০ অগাস্ট মারা যান।