রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মাদ্রাসা থেকে উধাও শিশু, পুলিশের সহযোগিতায় ফিরল মায়ের বুকে

প্রকাশিতঃ ১৪ সেপ্টেম্বর ২০১৭ | ৭:৩২ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে মাদ্রাসা থেকে উধাও হয়ে যাওয়া ১০ বছরের এক শিশুকে মায়ের বুকে ফিরিয়ে দিয়েছে পুলিশ।

বুধবার রাত ১০টার দিকে নগরের বাকলিয়া থানায় মাকে ডেকে এনে আবদুল হান্নান মুন্নাকে পুলিশ বুঝিয়ে দেয় বলে জানান কোতোয়ালী জোনের সিনিয়র সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম।

এর আগে গতকাল বুধবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন এলাকার একটি মাদ্রাসা থেকে উধাও হয়ে যায় আবদুল হান্নান মুন্না। পরে তার নিখোঁজ হওয়ার তথ্য পরিবারকে জানায় মাদ্রাসা কর্তৃপক্ষ। ছেলেকে হারিয়ে পাগলপ্রায় ওই মা খোঁজ নেন নানা জায়গায়। কিন্তু পাচ্ছিলেন না কোন খবর। বুধবার সন্ধ্যার পর পুলিশের ফোন পেয়ে স্বস্তি পান তিনি।

পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে ওই শিশুকে উদ্ধার করে ট্রাফিক পুলিশের একজন সার্জেন্ট। কাউকে কিছু না বলে সে শহরে চলে এসেছিল। পরে ওই শিশুকে বাকলিয়া থানায় আনার পর দেখা যায়, পাঞ্জাবীর পকেটে একটি চিরকুট; তাতে স্থানীয় ইউপি চেয়ারম্যানের নাম্বার ছিল। এই সূত্র ধরে তার মায়ের সাথে ফোনে যোগাযোগ করা হয়।’

‘ছেলেকে তার মায়ের হাতে তুলে দিলাম। আপ্লুত হলাম মা-ছেলের আবেগঘন মিলন দেখে। ওই পরিবারটি এতটাই দরিদ্র যে ফিরে যাওয়ার জন্য পর্যাপ্ত টাকাও ছিল না। পরে তাদেরকে বাড়ি পৌছে দিতে গাড়ির ব্যবস্থাও করে দিলাম।’

‘পুলিশের প্রতিদিনের ভালো কাজগুলোর মধ্যে এটি একটি উদাহরণ মাত্র। প্রতিনিয়ত এরকম হাজারো ভালো কাজ করছে পুলিশ, যার প্রমাণ আমরা অসংখ্যবার দিয়েছি।’ -যোগ করেন কোতোয়ালী জোনের সিনিয়র সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম।

পুলিশের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ভালো কাজগুলোর প্রশংসা করারও অনুরোধ এই পুলিশ কর্মকর্তার।