চট্টগ্রাম: কর্ণফুলী নদীতে চট্টগ্রাম বন্দরে জাহাজ চলাচলের পথের (চ্যানেল) পাশে জ্বালানি তেলবাহী একটি বিদেশি ট্যাংকার আটকে গেছে। বৃহস্পতিবার সকালের জোয়ারে একটি বিশেষায়িত জেটিতে ভিড়ানোর সময় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত হংকংয়ের পতাকাবাহী ‘এমটি অ্যাস্ট্রল এক্সপ্রেস’ ট্যাংকারটি লম্বায় প্রায় ১৮০ মিটার। এটির পানির নিচের অংশ নয় দশমিক ৪ মিটার লম্বা বা প্রায় ২১ হাত লম্বা।
বন্দর সূত্র জানায়, ট্যাংকারটি সকালের জোয়ারে সাগর থেকে এনে জ্বালানি তেল খালাসের জেটি ‘ডিওজে-৫’ এ ভিড়ানো হচ্ছিল। জেটিতে ভিড়ানোর আগে ট্যাংকারটি ঘোরানোর সময় বিপরীত পাশে পানির তলদেশে আটকে যায়। ট্যাংকারটিতে ২৭ হাজার মেট্রিক টন ডিজেল রয়েছে। জাহাজটি থেকে কিছু পরিমাণ জ্বালানি তেল ছোট ট্যাংকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম বলেন, এ ঘটনার পর বন্দরে জাহাজ চলাচলে কোনো সমস্যা হয়নি। জোয়ার আসার পর জাহাজটি পানিতে ভাসানোর চেষ্টা করবে সংশ্লিষ্টরা।