চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে আটক হওয়া ১৬ জন রোহিঙ্গাসহ ২৪ রোহিঙ্গাকে বুধবার টেকনাফে পাঠিয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে ও বুধবার দুপুরে ১৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছিল।
চান্দগাঁও থানার ওসি আবুল বাশার বলেন, কাপ্তাই রাস্তার মাথায় বিভিন্ন পরিবহনে তল্লাশি চালিয়ে পাঁচজন নারী, চারজন পুরুষ ও দুটি শিশুকে আটক করা হয়। তাদেরকে টেকনাফে পাঠানো হয়েছে।
বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, মঙ্গলবার রাতে চট্টগ্রামে প্রবেশের পথ শাহ আমানত সেতুর চেকপোস্টে বাস তল্লাশি করে তিন জন নারী ও দুজন পুরুষকে আটক করা হয়। এরপর তাদেরকে বুধবার টেকনাফে পাঠানো হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসাদের মধ্যে আটজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদেরকে টেকনাফে পাঠিয়ে দিয়েছি আমরা।