রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

চট্টগ্রামে যুবকের আত্মহত্যা

প্রকাশিতঃ ১২ সেপ্টেম্বর ২০১৭ | ৫:৪৪ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে সিএনজি অটোরিকশার গ্যারেজে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। মঙ্গলবার সকাল ৬টার দিকে ডবলমুরিং থানার দেওয়ানহাটের আসকারাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

আত্মহননকারী মো. সজীব (২২) একই এলাকার মো. সুলতানের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, সিএনজি অটোরিকশার গ্যারেজে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা চালান সজীব। মুমূর্ষ অবস্থায় সজীবকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।