চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারে মোটরসাইকেলকে বাসের ধাক্কা দেওয়ার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে মুরাদপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত মো. রোকন (২৪) প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। অন্যজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, কক্সবাজার থেকে আসা দেশ পরিবহনের একটি বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজন বাসের ধাক্কায় ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ে মারা যান। বাকিজন বাসের চাকায় পৃষ্ট হন। তাদের হাসপাতালে আনারপর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিয়েছিল বাসটি। নিহতদের মধ্যে একজন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জেনেছি। তার ঠিকানা এখনো নিশ্চিত হইনি। বাকি একজনের নাম-পরিচয় কিছুই পাওয়া যায়নি। দুইজনের লাশ মর্গে পাঠানো হয়েছে।