সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ভয়ঙ্কর সন্ত্রাসী অমিত রিমান্ডে

প্রকাশিতঃ ৫ সেপ্টেম্বর ২০১৭ | ৪:৩২ অপরাহ্ন

চট্টগ্রাম: বন্ধু ইমরানুল করিম ইমনকে খুনের মামলায় যুবলীগ নামধারী ভয়ঙ্কর সন্ত্রাসী অমিত মুহুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সাহাদাৎ হোসেন ভুঁইয়া এই আদেশ দিয়েছেন।

চট্টগ্রাম নগরের সিআরবির জোড়া খুনের মামলার আসামি অমিত মুহুরী। চট্টগ্রামে বহু সন্ত্রাসের জন্ম দেয়া এই সন্ত্রাসী যুবলীগের কেন্দ্রীয় কমিটির উপ অর্থ বিষয়ক সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবরের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, অমিতকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালী থানার এসআই মো. হারুন। শুনানি শেষে আদালত তিন দিন রিমান্ড মঞ্জুর করেছেন। একই সাথে আদালত আদেশ দিয়েছেন যে রিমান্ড চলাকালে অমিতকে নিয়ে কোন ধরনের অভিযানে যাওয়া যাবে না।

এর আগে গত ১৩ আগস্ট দুপুরে এনায়েত বাজার মোড়ের রানীর দিঘীতে ভাসতে থাকা ড্রামটি উদ্ধারের করে পুলিশ। অর্ধেক কাটা ড্রামটি সিমেন্ট দিয়ে ঢালাই করা ছিল। পরে ঢালাই কেটে একটি গলিত লাশ পাওয়া যায়। ঘটনায় জড়িত দুইজনকে ৩০ আগস্ট গ্রেফতারের পর পুলিশ জানতে পারে, নিহত যুবক হলেন রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের মো. রেজাউল করিমের ছেলে ইমরানুল করিম ইমন (২৫)। আর এই নৃশংস খুনের ঘটনার মূল পরিকল্পনাকারী ভয়ঙ্কর সন্ত্রাসী অমিত মুহুরী। পরে ২ সেপ্টেম্বর কুমিল্লা থেকে অমিতকে গ্রেফতার করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ।