রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আরও চার রোহিঙ্গা চমেক হাসপাতালে ভর্তি

প্রকাশিতঃ ৫ সেপ্টেম্বর ২০১৭ | ১:৫৭ অপরাহ্ন

চট্টগ্রাম: মিয়ানমার থেকে পালিয়ে আসা আরও চার রোহিঙ্গাকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দিবাগত রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতালে তারা চিকিৎসা নিতে আসেন।

আহতরা হলেন- মিয়ানমারের মংডু এলাকার হোসেন আহমদের ছেলে আরাফাত (২৫), মো. সোলাইমানের ছেলে আবদুল গণি (৫২), সুলতান আহমদের ছেলে আমান উল্লাহ (২৮) ও মো. ওসমানের ছেলে আয়াত উল্লাহ (১৭)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, নতুন করে আসা চার রোহিঙ্গাকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এ নিয়ে গত ১২ দিনে মোট ৫০ জন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিতে আসেন।

প্রসঙ্গত সম্প্রতি রাখাইন রাজ্যে নতুন করে সেনা মোতায়েন করে মিয়ানমার সরকার। এতে রোহিঙ্গাদের মধ্যে উৎকন্ঠা তৈরি হয়। এরই মধ্যে মংডু জেলার মংডু ও বুথিদাউং উপজেলায় গত ২৪ আগস্ট রাতে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে হামলা করে রোহিঙ্গা বিদ্রোহীরা। এ ঘটনার পর প্রাণ বাঁচাতে ইতোমধ্যে বাংলাদেশ সীমান্তে নাফ নদীর তীরে রোহিঙ্গাদের ঢল নেমেছে। সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অংশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের লক্ষ্য করে মিয়ানমারের সীমান্ত রক্ষীদের গুলি করার ঘটনাও ঘটেছে।