রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

অসুস্থ মেয়র নাছিরকে দেখতে গেলেন ক্রিকেটার সাকিব

প্রকাশিতঃ ৩ সেপ্টেম্বর ২০১৭ | ৮:০৬ অপরাহ্ন

চট্টগ্রাম: পা পিছলে পড়ে কোমরে আঘাত পাওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনকে দেখতে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। রোববার বিকেল সোয়া ৩টার দিকে নগরীর আন্দরকিল্লা এলাকায় মেয়রের বাসভবনে যান এই ক্রিকেটার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি আ জ ম নাছির একই সঙ্গে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলী আব্বাস বলেন, গত শুক্রবার পা পিছলে পড়ে কোমরে আঘাত পান মেয়র। এরপর থেকে চিকিৎসকদের পরামর্শে বাসায় বিশ্রাম রয়েছেন তিনি। এ খবরে সাকিব আল হাসান মেয়রের বাসায় দেখতে গেছেন। এসময় দলের খেলোয়াড়দের খোঁজ খবর নেন মেয়র। মেয়রের আরোগ্য কামনা করেন সাকিব।

আধঘণ্টা অবস্থানের পর সাকিব চলে আসেন বলেও জানান ক্রীড়া সংগঠক আলী আব্বাস।

এসময় সাকিবের সাথে চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর, প্রাইম ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আলম মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।