চট্টগ্রাম: র্যাব-পুলিশের তালিকাভুক্ত চট্টগ্রামের দুই শীর্ষ সন্ত্রাসী সারোয়ার হোসেন ও নুরনবী ম্যাক্সন জামিনে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তারা। এই দুই শীর্ষ সন্ত্রাসী ভারতের কারাগারে থাকা আরেক শীর্ষ সন্ত্রাসী শিবির ক্যাডার সাজ্জাদ আলী খানের সহযোগী হিসেবে পরিচিত।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মুজিবুর রহমান বলেন, সারোয়ারের বিরুদ্ধে নয়টি ও নুরনবীর বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। এসব মামলায় তারা জামিন পেয়েছেন। তাই তাদের মুক্তি দেওয়া হয়েছে।
দুই সন্ত্রাসীর ওপর পুলিশের নজরদারি থাকছে বলে জানান চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. আকরামুল হোসেন।
২০১১ সালের ৬ জুলাই একে-৪৭ রাইফেলসহ পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের গ্রেফতার করে নগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।