চট্টগ্রাম: নগরের মেরিনার্স সড়কের সম্প্রসারিত অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। সড়কের ফিরিঙ্গিবাজারের ব্রিজঘাটা থেকে চাক্তাই খাল পর্যন্ত ৭৫০ মিটার অংশ দুই লেন থেকে চার লেনে উন্নীত করা হয়েছে। এতে দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে নগরের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে এবং যানজট অনেকাংশে কমবে বলে আশা করছেন সিটি করপোরেশনের প্রকৌশলীরা।
নগরের ফিরিঙ্গিবাজারের ব্রিজঘাটা থেকে শাহ আমানত সেতু সংযোগ সড়কের বশিরুজ্জামান চত্বর পর্যন্ত সড়কটি মেরিনার্স সড়ক নামে পরিচিত। এর দৈর্ঘ্য ১ দশমিক ২৫ কিলোমিটার।
ঈদুল আজহা উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় মেরিনার্স সড়কের সম্প্রসারিত অংশ যান চলাচলের জন্য খুলে দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তবে এই সড়কের সম্প্রসারণের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। চাক্তাই খালের ওপর একটি সেতু নির্মাণের কাজ এখনো বাকি রয়েছে। আগামী অক্টোবরের মধ্যে পুরো কাজ শেষ হবে বলে জানান প্রকৌশলীরা।
সড়ক উদ্বোধনের সময় আ জ ম নাছির উদ্দীন বলেন, মেরিনার্স সড়ক সম্প্রসারণের ফলে নগরের যানজট অনেকাংশে নিরসন হবে। যাতায়াতব্যবস্থাও সহজ হবে।
যান চলাচল উন্মুক্ত করার সময় মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের কাউন্সিলর হাসান মুরাদ, নুরুল হক, শৈবাল দাশ ও লুৎফুন্নেছা দোভাষ, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোছাইন, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল ইসলাম প্রমুখ।