চট্টগ্রাম: মিয়ানমারের রাখাইন রাজ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে পালিয়ে আসা দুই রোহিঙ্গার মধ্যে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। শনিবার সকাল ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মো. মুছা (২২) রাখাইনের মংডু জেলার জেদিন্না থানার মেহেন্দি এলাকার মো. ইসমাইলের ছেলে। আহত মো. মোক্তার হোসেনের (২৭) বাড়িও একই এলাকায়; তার বাবার নাম গুল মোহাম্মদ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, শনিবার সকাল ৮টা ২০ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় দুই রোহিঙ্গা হাসপাতালে ভর্তি হন। বেলা সোয়া ১১টার দিকে একজন মারা যান। মংডুর লাইনমাখালি পুলিশ ফাঁড়ির সামনে হামলা চলাকালীন তারা গুলিবিদ্ধ হন। পরে পালিয়ে শুক্রবার রাতে কক্সবাজার সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেন। সেখান থেকে সকালে চট্টগ্রাম মেডিকেলে আসেন।
সম্প্রতি রাখাইন রাজ্যে নতুন করে সেনা মোতায়েন করে মিয়ানমার সরকার। এতে রোহিঙ্গাদের মধ্যে উৎকন্ঠা তৈরি হয়। এরই মধ্যে মংডু জেলার মংডু ও বুথিদাউং উপজেলায় বৃহস্পতিবার রাতে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে হামলা করে রোহিঙ্গা বিদ্রোহীরা। এতে নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য ও ৫৯ জন রোহিঙ্গাসহ মোট ৭১ জন নিহতের খবর দিয়েছে রয়টার্স। মিয়ানমারে দৈনিক মিজিমার খবরে নিহতের সংখ্যা ৮৯ জন বলা হয়েছে। এ ঘটনার পর দেশটির নিরাপত্তা বাহিনীর দমন অভিযানের ভয়ে ইতোমধ্যে বাংলাদেশ সীমান্তে নাফ নদীর তীরে রোহিঙ্গাদের ঢল নেমেছে।