চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে কর্তব্যরত অবস্থায় মো. আরব আলী (৫৮) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে এ ঘটনা ঘটেছে।
আরব আলী খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ী বড়বিল এলাকার মৃত বদু মিয়ার ছেলে। তিনি এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক।
হাটহাজারী থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল উদ্দিন বলেন, বুধবার সরকারহাট বাজারে টহল ডিউটি করছিলেন আরব আলী। বেলা ১২টার দিকে তিনি হঠাৎ অসুস্থ বোধ করেন। এরপর তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।