চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্জ্যারটেক শাহ আমানত সেতুর টোল প্লাজায় একটি অটোরিকশায় বাসের ধাক্কায় দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে এক দম্পতি ও তাদের দুই সন্তান রয়েছেন। তারা হলেন, ফিরীঙ্গী বাজার মুন্সী বাড়ির আবু বক্করের ছেলে শেখ মোহাম্মদ সোহেল (৩৫), সায়রা বেগম বৃষ্টি (৩০), শামরিন (৫), সাফরান (৩) ও অটোরিকশা চালক চকরিয়া ডুলাহাজারার সুরুজ দে।
রাত ১২টার দিকে চট্টগ্রাম নগর থেকে কর্ণফুলীগামী একটি সিএনজি অটোরিকশা শাহ আমানত সেতুর টোল প্লাজায় থেমে চালক টোল দিচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটা বাস সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই শিশুসহ এক দম্পতি নিহত হন। গুরুত্বর আহত অটোরিকশা চালক হাসপাতালে নেয়ার পথে মারা যান।
এসব তথ্য নিশ্চিত করে কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার এসআই জাবেদ ইসলাম একুশে পত্রিকাকে বলেন, নিহত সোহেল পরিবার নিয়ে শহর থেকে কর্ণফুলীর চরপাথরঘাটা ধুপপোল এলাকায় তার ভাড়া বাসায় যাচ্ছিলেন।
দুর্ঘটনার পর বাস ফেলে চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান এসআই জাবেদ।