চট্টগ্রাম: চট্টগ্রামের উন্নয়নে সরকারের নেয়া প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেদিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদল। শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের চান্দগাঁও গোলাম আলী নাজির বাড়ি সড়কের উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এই পরামর্শ দেন।
সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদল বলেন, ওয়াসার খোড়াখুড়ির কারণে আরকান সড়কে যে জনদুর্ভোগ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবশ্যই জবাব দিতে হবে। উন্নয়ন করবেন ঠিক আছে কিন্তু সেটা যাতে জনদুর্ভোগে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এসবের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের কাছে দাবি জানাচ্ছি।
এসময় সাংসদের বরাদ্দকৃত টিআর প্রকল্পের আর্থিক বরাদ্দের বাইরেও এলাকাবাসীর সহযোগিতায় নাজির বাড়ি সড়কটির উন্নয়ন করায় সন্তোষ প্রকাশ করেন তিনি। এমপি বাদল প্রত্যেক এলাকায় উন্নয়নের জন্য সরকারি বরাদ্দের পাশাপাশি সামর্থবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
পরিদর্শনকালে সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদলের সাথে ছিলেন, চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আয়ুইব খান, সহ সভাপতি মোজাহারুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজউল আলম চৌধুরী, মহল্লা কমিটি সাধারণ সম্পাদক সরওয়ার, নওশাদ মাহামুদ রানা, শওকত আকবর রাশেদ, আ. নেতা সাইফুউদ্দিন খালেক চৌধুরীসহ ১৪ দলীয় স্থানীয় নেতৃবৃন্দ।