সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

হাটহাজারীতে চোলাই মদসহ গ্রেফতার তিন

প্রকাশিতঃ ১৮ অগাস্ট ২০১৭ | ৭:২৬ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে ৪০ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ইছাপুর বাজার সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নাজমা বেগম সুমি (২০), মো: সোহেল (২০) ও সাইমুন (১৮)। প্রথম দুইজনের বাড়ি ফটিকছড়ি উপজেলায় এবং অপর জনের বাড়ি সীতাকুন্ড উপজেলায়।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইছাপুর বাজার সংলগ্ন এলাকা থেকে চোলাই মদসহ তাদেরকে গ্রেফতার করে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। শুক্রবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।