সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে তরুণকে ছুরিকাঘাত, আটক ৬

প্রকাশিতঃ ১৭ অগাস্ট ২০১৭ | ৬:১৩ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে বাসা থেকে ডেকে নিয়ে আল আমিন (১৭) নামে এক তরুণকে ছুরিকাহত করার ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৮ নম্বর সড়কে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত আল আমিন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়েলিটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। আল আমিন স্থানীয় নুরুল ইসলামের ছেলে।

আটকরা হলেন- সানজিদ আহমেদ (১৮) মো. লিটন (২০), মো. সানজিদ (২৬), মো. ইমতিয়াজ (১৬), হামিদুর রহমান টুটুল (১৬) মো. ইয়াছিন (১৮)।

পুলিশ সূত্র জানায়, বুধবার রাত ৮টার দিকে আল আমিনকে বাসা থেকে ডেকে নেয় মিন্টু নামের তার এক বন্ধু। এরপর আরও কয়েকজন মিলে আল আমিনকে ছুরিকাঘাত করে। পরে আশপাশের মানুষজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, বুধবার দিগনত রাত দেড়টার দিকে আল আমিনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তার পেট, কোমর ও দুই উরুসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়েছে।

ডবলমুরিং থানার ওসি মহিউদ্দিন সেলিম বলেন, এ ঘটনায় ৬ জনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।