চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ডে গুলিয়াখালী সাগরপাড়ে এক তরুণীকে উদ্ধার করতে গিয়ে চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার বেলা সোয়া দুইটার দিকে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থীর নাম নাকিব মোহাম্মদ খাব্বাব। তিনি চুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তিনি কুমিল্লার শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে চুয়েটের ১০ জন শিক্ষার্থীর একটি দল মুরাদপুর সাগর উপকূলে বেড়াতে যান। তখন নাকিবসহ তিনজন শিক্ষার্থী পানিতে নামেন। তাদের পাশে তরুণীদের আরেকটি দলও পানিতে নামেন। সেই দলের দুজন তরুণী পানির ¯্রােতের ঘূর্ণিতে পড়ে ডুবে যেতে থাকলে এই তিন শিক্ষার্থী তাদের উদ্ধার করতে যান। এ সময় ওপরে থাকা শিক্ষার্থীরা চিৎকার করলে পাশে থাকা জেলেদের একটি নৌকা এগিয়ে যায়। একপর্যায়ে ডুবতে থাকা দুই তরুণীকে উদ্ধার করতে পারলেও নাকিব ডুবে যান।
চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা রাশেদ পারভেজ বলেন, ডুবে যাওয়া নাকিবকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। নিখোঁজ ছাত্র এখনো উদ্ধার হয়নি।