সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে বঙ্গবন্ধুকে হত্যা : মেয়র নাছির

প্রকাশিতঃ ১৫ অগাস্ট ২০১৭ | ৬:১৩ অপরাহ্ন

চট্টগ্রাম: একাত্তরে মুক্তিযুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে পঁচাত্তরের পনেরোই আগস্ট সপরিবারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার সকালে টাইগারপাসে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও মহানগর পুলিশ আয়োজিত মানববন্ধনে মেয়র এ মন্তব্য করেন।

‘শোকের শক্তিতে রুখো দুর্নীতি, মাদক ও জঙ্গিবাদ’ শীর্ষক আহ্বানের এ মানববন্ধনে দেওয়ানহাট সিটি করপোরেশন কলেজের সাড়ে তিনশ শিক্ষার্থী-শিক্ষক, কাউন্সিলর, জেলা প্রশাসন ও পুলিশের কর্মকর্তা, চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মেয়র বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশের স্বাধীনতা এনে দিয়েছেন। তখন অনেক নেতা ছিলেন। কিন্তু বঙ্গবন্ধুই জাতিকে স্বপ্ন দেখিয়েছিলেন। পতাকা দিয়েছেন। মানচিত্র দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়ে আট বছরে বাংলাদেশকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশ এখন তলাবিহীন ঝুড়ি নয়। বাংলাদেশ এখন অকার্যকর রাষ্ট্রের বৃত্তে নেই। বাংলাদেশ এখন অর্থনৈতিক বিস্ময়ের দেশ।

শিক্ষার্থীদের প্রতি চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবার বাহার বলেন, তোমাদের সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গিবাদ ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে প্রতিপাদ্য নির্ধারণ করেছেন চট্টগ্রামের মানুষের অভিভাবক মেয়র আ জ ম নাছির উদ্দীন। তোমরাই জাতির ভবিষ্যৎ, তোমরাই এদেশ পরিচালনা করবে। সমাজের সবাইকে নিয়ে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে উচ্চকন্ঠ হবে।

এদিকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মঙ্গলবার চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগ, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এসব কর্মসূচির আয়োজন করে।

এ ছাড়া চসিক পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনেও সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ‘শোকের শক্তিতে রুখো দুর্নীতি, মাদক ও জঙ্গিবাদ’ শীর্ষক মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন শিক্ষক-শিক্ষার্থীরা।