সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

স্ত্রীর মরদেহ উদ্ধার, সেনা সদস্য স্বামী আটক

প্রকাশিতঃ ১৪ অগাস্ট ২০১৭ | ৭:০০ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় রুমি বড়ুয়া (৩৮) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনায় সেনা সদস্য স্বামীকে আটক করেছে পুলিশ। এর আগে রোববার দিনগত গভীর রাতে বেতাগি এলাকার বড়ুয়া পাড়া থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্ত্রী রুমি বড়ুয়াকে নিয়ে গত রোববার বিকালে বাড়িতে আসেন নান্নু বড়ুয়া। রাত ১২টার দিকে রুমি বড়ুয়াকে গলাকেটে হত্যা করা হয়। পরে নান্নু বড়ুয়ার চিৎকারে আশপাশের মানুষ ঘটনাস্থলে গিয়ে রুমি বড়ুয়ার গলাকাটা লাশ দেখতে পায়। নান্নু বড়ুয়া এ সময় কয়েকজন দুর্বৃত্ত এ হত্যাকান্ড ঘটিয়ে চলে যায় বলে দাবি করেন। ঘাতকদের তিনি চিনেন না বলেও জানান। খবর পেয়ে রাত ২টায় রাঙ্গুনিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে।

রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঁইয়া বলেন, গলাকাটা অবস্থায় রুমি বড়ুয়ার মরদেহ উদ্ধার করেছি। এ তার স্বামী সেনা সদস্য নান্নু বড়ুয়াকে আটক করেছি। কি কারণে এই হত্যাকান্ড ঘটেছে তা জানার চেষ্টা চলছে।