চট্টগ্রাম: ট্রেনের ছাদে ভ্রমণের সময় দুর্ঘটনা এড়াতে অভিযান শুরু করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ।
অভিযানের প্রথমদিন মঙ্গলবার দুটি ট্রেনের ছাদ থেকে ১১ জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মো.শহিদুল ইসলাম।
তিনি বলেন, জীবনের ঝুঁকি নিয়ে ছাদে চড়েন অনেকে। বিভিন্ন সময়ে ছাদে থাকা যাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। তাই ছাদে ভ্রমণ বন্ধ করতে অভিযান শুরু করেছি।
এ অভিযান আগামী ঈদুল আযহা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি মো.শহিদুল ইসলাম।