সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চট্টগ্রামে খাল দখলমুক্ত করার কার্যক্রম শুরু করেছে চসিক

প্রকাশিতঃ ৮ অগাস্ট ২০১৭ | ৬:৫৩ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের মহেশখাল ও গয়নার ছড়ার অবৈধ দখল উচ্ছেদের মধ্য দিয়ে খাল দখলমুক্ত করার কার্যক্রম শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

মঙ্গলবার সকালে ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে জেলে পাড়া ডা. কামিনী সড়ক এলাকায় মহেশখালের শেষ প্রান্ত থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযান চলাকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন উপস্থিত ছিলেন। এসময় গয়নার ছড়ার অবৈধ দখলদার চিহ্নিত করা হয়। মেয়র উচ্ছেদ অভিযান শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন।

অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান চলাকালে মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। খাল, নালা দখলমুক্ত করার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন গৃহীত কর্মসূচির আওতায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে। তিনি অবৈধ দখলমুুক্ত করার অভিযানে সিটি কর্পোরেশনের পাশে নগরবাসীর শতভাগ সমর্থণ প্রত্যাশা করেন।

এ সময় ১১নং ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিনা খানমসহ স্থানীয় আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।