চট্টগ্রাম: চট্টগ্রাম নগর থেকে অস্ত্র-গুলিসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রোববার রাতে কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড মাঠ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হলেন- ডাকাত দলের নেতা তাজ উদ্দিন ওরফে নুরে আলম (৩৩) ও তার তিন সহযোগী মোঃ দিদারুল আলম ওরফে রিদোয়ান (৪৬), মোঃ মোস্তফা (২২) এবং মোঃ জিশান (২০)
চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতি করার প্রস্তুতিকালে চার ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুইটি পাইপগান, দুইটি চাপাতি, দুইটি টিপ ছোরা ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়। চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল তারা।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা একাধিক অস্ত্র ও ডাকাতি মামলাসহ বিভিন্ন মামলার আসামি। ডাকাত দলের নেতা তাজ উদ্দিনের বিরুদ্ধে পাঁচটি মামলা আছে। দিদারুলের বিরুদ্ধে আছে তিন মামলা। বাকি দুইজনের বিরুদ্ধে একটি করে মামলা আছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতি আইনে দুটি মামলা হয়েছে।