চট্টগ্রাম: চট্টগ্রামে ইকবাল হোসেন ভুঁইয়া নামে এক সিএনজি অটোরিকশা চালককে হত্যার দায়ে তার স্ত্রী ও শ্যালককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নুর এই রায় দেন।
দন্ডিত আসামিরা হলেন ইকবালের স্ত্রী সুফিয়া আক্তার প্রিয়া ও শ্যালক মিজান। আসামিরা বর্তমানে পলাতক আছেন।
কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ধোপাখীলের মৃত ইউসুফ হোসেন ভুঁইয়ার ছেলে ইকবাল হোসেন ভুঁইয়া।
চট্টগ্রাম মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত তাদের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। একই রায়ে আদালত তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দিয়েছেন।
আদালত সূত্র জানায়, নগরীতে বন্দর থানার মুমিননগর এলাকার চান্দেরপাড়ায় ভাড়া বাসায় স্ত্রী-সন্তান ও শ্যালককে নিয়ে থাকতেন ইকবাল। ইকবাল গ্রামের বাড়িতে একটি ঘর তৈরি করতে চেয়েছিলেন। ঘর তৈরির টাকাপয়সা নিয়ে স্ত্রী ও শ্যালকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরে ২০০৮ সালের ৩ নভেম্বর রাতে ইকবালের স্ত্রী-শ্যালক মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। মরদেহ সিএনজিতে করে নিয়ে ধোপাখীলের গ্রামের বাড়ির সামনে ফেলে রেখে আসে তারা। পরদিন চৌদ্দগ্রাম থানার পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ তদন্ত করে জানতে পারে নগরীর বন্দর থানা এলাকায় এই হত্যার ঘটনা ঘটেছে। পরে বন্দর থানায় ইকবালের ছোট ভাই একরাম হোসেন ভুঁইয়া বাদি হয়ে মামলা দায়ের করে। ২০০৯ সালের ২৬ ফেব্রুয়ারি মামলার অভিযোগপত্র দেওয়া হয়। ২০১০ সালের ৬ অক্টোবর অভিযোগ গঠন হয়। ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এ রায় দেন আদালত।