রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বরুমচড়া উচ্চ বিদ্যালয়ের ৯৭ ব্যাচের জম্পেশ আড্ডা

প্রকাশিতঃ ৬ অগাস্ট ২০১৭ | ৭:২০ অপরাহ্ন

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর নিবন্ধন কার্যক্রম উপলক্ষে গত শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় জম্পেশ আড্ডায় মেতে ওঠেন বিদ্যালয়ের ১৯৯৭ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা।

নগরের বহদ্দারহাটে অনুষ্ঠিত ওই আড্ডায় ছড়িয়ে পড়ে আগামী বছরে অনুষ্ঠিতব্য সুবর্ণ জয়ন্তীর উত্তাপ।

নিবন্ধন কার্যক্রম উপলক্ষে অতিথি আয়োজিত ওই আড্ডায় শিক্ষার্থীদের অনুরোধে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ২০ বছর আগের সাবেক শিক্ষক ও ফটিকছড়ির সমিতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈন উদ্দিন। উপস্থিত ছিলেন ১৯৯৪ ব্যাচের শিক্ষার্থী ও ডাক্তার লক্ষীপদ দাশ, ৯৫ ব্যাচের শিক্ষার্থী গিয়াস উদ্দিন মুন্না, ২০০১ ব্যাচের মওসুফ উদ্দিন মাসুম ও ২০০৮ ব্যাচের সাজ্জাদ হোসাইন।

আয়োজক ব্যাচ ১৯৯৭ এর শিক্ষার্থী ও যুব লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোনায়েম খান, ব্যবসায়ী ও রাজনীতিক আতিকুর রহমান আতিক, পেশাজীবি মঈনুদ্দিন তরিদ, ব্যাংকার আতাউর রহমান আসিফ, ফ্লাই দুবাইয়ের চীফ একাউন্ট অফিসার সাইফুল আনোয়ার সোহেল, দৈনিক আজাদীর সার্কুলেশন বিভাগের কর্মকর্তা পরেশ চন্দ্র শীল, এস এ নুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিÿক দ্বীপাল চন্দ্র শীল, প্যাসিফিক জিন্সের ম্যানেজার মিলন চন্দ্র দাশ, রায়পুর গাউছিয়া হাশেমীয়া মাদরাসার সিনিয়র শিক্ষক রুবিয়া পারভীন ববি, নারগিস আক্তার, পেশাজীবি জিয়াউর রহমান ও মোহাম্মদ মোরশেদ হোসেন।

আড্ডায় সবাই ঐক্যবদ্ধ হয়ে সুবর্ণ জয়ন্তীকে সফল করার জন্য সবাইকে আহবান জানান। পরে আতিকুর রহমান আতিক ও আতাউর রহমান আসিফের বাসায় জমজমাট আড্ডা আর খুনসুটিতে মিলিত হন সবাই।