রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

২৮৩ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

প্রকাশিতঃ ৬ অগাস্ট ২০১৭ | ৫:৫২ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন এলাকা থেকে ২৮৩ বোতল ফেন্সিডিল এবং একটি কাভার্ড ভ্যানসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৭। রোববার সকাল সাড়ে ৫টার দিকে সিটি গেট সংলগ্ন মক্কা হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ শাহ আলম (৩০) ও আব্দুর রহমান লিটন (২৮)।

রাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) আমিরুল্লা বলেন, চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশী চলাকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানকে থামতে সংকেত দেয় র‌্যাব। এসময় রাস্তার পাশে থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের তথ্যমতে কাভার্ড ভ্যান থেকে ২৮৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।