চট্টগ্রাম: পটিয়া থানায় কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে আবুল কাশেম নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।
আবুল কাশেম (৫০) নোয়াখালীর সেনবাগের মৃত আবদুল খালেকের ছেলে।
পটিয়া থানার ওসি শেখ নেয়ামত উল্লাহ বলেন, রোববার সকালে পটিয়া থানায় দায়িত্ব পালনকালে স্ট্রোকে আক্রান্ত হয়ে কাশেম অসুস্থ হয়ে পড়েন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।