চট্টগ্রাম: অর্থ আত্মসাতের দুই মামলায় চট্টগ্রামে পূবালী ব্যাংকের সাবেক দুই কর্মকর্তাসহ তিনজনকে ১৪ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। মামলা দায়েরের ৩০ বছর পর বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর রুহুল আমীন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পূবালী ব্যাংক পতেঙ্গা শাখার সাবেক কর্মকর্তা এসএম রফিক, ক্যাশিয়ার এসএম গোলাম খালেক ও টেনিকো ইন্ডাস্ট্রিজ নামে একটি প্রতিষ্ঠানের মালিক আবুল হোসেন। তিন আসামিই পলাতক রয়েছেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় পূবালী ব্যাংকের কর্মকর্তা কামালুল ইসলাম, শরিফ উল্লাহ ও আবদুল আউয়ালকে খালাস দিয়েছেন বিচারক।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, ১৯৮৭ সালের ৮ ডিসেম্বর ৩১ লাখ ও ৬২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ছয়জনের বিরুদ্ধে দুটি মামলা করেন তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক আবু মো. আরেফ সিদ্দিকী। দুই মামলায় ১৯৯৪ সালের ২২ মার্চ অভিযোগপত্র দেওয়ার পর ১৯৯৫ সালের ২৪ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক ১৪ বছর করে কারাদণ্ডের পাশাপাশি তাদেরকে আত্মসাৎ করা অর্থের অর্ধেক জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের দণ্ড দিয়েছেন।