রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সীতাকুন্ডে ৫৪০০ ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রকাশিতঃ ১ অগাস্ট ২০১৭ | ৬:০১ অপরাহ্ন

চট্টগ্রাম: সীতাকুন্ডে ৫ হাজার ৪০০ ইয়াবাসহ আব্দুল করিম (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ।

সোমবার রাত ৯টার দিকে সোনাইছড়ি ঘোড়ামরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান বার আউলিয়া হাইওয়ে থানার ওসি কায়ুম আলী সর্দার।

গ্রেফতার আব্দুল করিম চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন এলাকার পূর্ব ঘাটিয়া ডাঙা গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের ছেলে।

ওসি কায়ুম আলী সর্দার বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি একটি পলিব্যাগ করে ৫ হাজার ৪০০ ইয়াবা নিয়ে হানিফ পরিবহনের একটি বাসে করে ঢাকা যাচ্ছিল। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৬ লাখ ২০ হাজার টাকা। এ বিষয়ে সীতাকুন্ড থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।