রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

৭০০ লিটার মদসহ বিক্রেতা গ্রেফতার

প্রকাশিতঃ ৩১ জুলাই ২০১৭ | ৬:৩৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে ৭০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ নুরুল ইসলাম (৩২) নামে এক মদ বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে আজিম পাড়া রাস্তার মাথা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান হাটহাজারী থানার এসআই আনিসুল ইসলাম।

গ্রেফতার নুরুল ইসলাম রাঙ্গামাটি জেলার তবলছড়ি উপজেলার আসাম বস্তি এলাকার মো. হাসেমের ছেলে।

এসআই আনিসুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের আজিম পাড়া রাস্তার মাথায় অভিযান চালিয়ে নুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা সাতটি বস্তা জব্দ করা হয়; প্রতিটি বস্তায় ১০০ লিটার করে চোলাইমদ পাওয়া যায়।

তিনি আরও বলেন, এসব মদ বিক্রির জন্য রাঙ্গামাটি থেকে আনা হচ্ছিল। এ ঘটনায় দায়েরকৃত মাদক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।