সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

প্রকাশিতঃ ২৮ জুলাই ২০১৭ | ২:৫৯ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে মাল্টিপ্লাগে মোবাইল চার্জার লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে হাটহাজারী উপজেলার দক্ষিণ বুড়িশ্চরে এ ঘটনা ঘটে।

নিহত মো. নিশান (৩) ওই এলাকার মো. সরোয়ারের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, বাসায় মোবাইল চার্জার নিয়ে খেলছিল নিশান। একপর্যায়ে ওই চার্জার মাল্টিপ্লাগে লাগানোর চেষ্টা করে সে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় নিশান। তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।