চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ও হালিশহর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক আইনজীবীসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাত ও সকালে পৃথক এই দুই দুর্ঘটনা ঘটে।
পাহাড়তলীর সরাইপাড়া এলাকার দুর্ঘটনায় নিহত মো. আইয়ুব আলী ওরফে সুজন (২৬) স্থানীয় আব্বাস উদ্দিনের ছেলে। অন্যদিকে হালিশহর কে ব্লক এলাকায় নিহত আইনজীবী রফিকুল ইসলাম (৭০) ওই এলাকার মৃত আজম উল্লাহর ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, অন্যান্যদিনের মত শুক্রবার সকালে প্রাতঃ ভ্রমণে বের হয়েছিলেন আইনজীবী রফিকুল ইসলাম। এসময় একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। রফিকুলকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, পাহাড়তলী সরাইপাড়া এলাকায় ভোররাত ৩টার দিকে সরাইপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় গুরুতর আহত হন সুজন। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কোন গাড়ির চাপায় কিভাবে মৃত্যু হয়েছে তা জানা যায়নি।