সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

ছাত্রদল নেতা হত্যা মামলায় ৭ আসামি খালাস

প্রকাশিতঃ ২৭ জুলাই ২০১৭ | ৭:১০ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামে ছাত্রদল নেতা গোলাম সারোয়ারকে গুলি করে হত্যা মামলার আসামি ৭ যুবদল নেতাকর্মী বেকসুর খালাস পেয়েছেন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মীর মো. রুহুল আমীন এ রায় ঘোষণা করেন।

খালাস পাওয়া আসামিরা হলেন- সাবেক নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, আলাউদ্দিন, রফিক, টিংকু দাস, অরূপ বড়–য়া, নাছির উদ্দিন, রাজা (বিদেশে পলাতক)। আসামিরা সবাই তৎকালীন ছাত্রদল বর্তমানে বিএনপি ও যুবদলের সাথে যুক্ত।

মামলার আসামি পক্ষের আইনজীবি আব্দুস সাত্তার বলেন, বৃহস্পতিবার সাতজনকে খালাস দিয়েছেন আদালত। এর আগে আরেক আসামি সাহেদ আকবরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নির্দেশে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। অপর আসামী ইয়াছিন চৌধুরী লিটনের নাম চার্জশিট থেকে বাদ দেয়া হয়।

উলেখ্য ১৯৯৯ সালের ৮ মার্চ নগরীর কাজীর দেউদীস্থ নাসিমন ভবনের সামনে ছাত্রদলের দু’গ্রুপের বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এক পক্ষকে অন্য পক্ষ ধাওয়া করে নূর আহমদ সড়কের লাভ লেইনের দিকে নিয়ে যাওয়ার সময় মেট্টোপোল ক্লাবের সামনে গুলিতে তৎকালীন ছাত্রদল নেতা গোলাম সারোয়ার খুন হয়। নিহত ছাত্রদল নেতা সারোয়ার বিএনপি নেতা সাবেক মন্ত্রী মীর মো. নাছির উদ্দিনের অনুসারী ছিলেন।

এ ঘটনায় নিহত সারোয়ারের মা মেহেরুন্নেছা বাদি হয়ে ১০ ছাত্রদলের নেতাকর্মীদের আসামী করে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা সবাই তৎকালীন ছাত্রদল বর্তমানে বিএনপি ও যুবদলের নেতা। তদন্ত শেষে পুলিশ ২০০১ সালের ১৬ মার্চ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০০৩ সালের ২৫ আগস্ট আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে। মামলার চারজন স্বাক্ষী আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেন।