চট্টগ্রাম: রাতে চুরি করে পালিয়ে যাওয়ার সময় নৈশ প্রহরীর ধাওয়ায় ভবনের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে আহত হয়েছে এক চোর; তাকে হাসপাতালে চিকিৎসা নিতে পাঠিয়েছেন ওই ভবনের মালিক।
আহত মো. ইউসুফ (৫০) ভূজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মৃত নুর আহম্মদের ছেলে।
নাজিরহাট হাসপাতাল রোডের মাথায় নির্মানাধীন মুক্তিযোদ্ধা ইসহাক ও বেলাল কোম্পানির পাশাপাশি ভবনের ভেতর বুধবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটে বলে জানান ফটিকছড়ির সাংবাদিক মীর মাহফুজ আনাম।
‘দুই ভবন থেকেই পাইপ ফিটারের বেশ কিছু যন্ত্রাংশ বস্তাবন্দি করে ভোররাতের দিকে বের হয়ে যেতে চাইলে বেলাল কোম্পানির ভবনের নৈশ প্রহরী দেখে ফেলেন। তিনি চোর চোর বলে চিৎকার করলে পাশ্ববর্তী ভবনের নৈশ প্রহরী আলীসহ ঘুমন্ত শ্রমিকরা জেগে উঠলে সে এক পর্যায়ে ভবনের দ্বিতীয় তলার জানালা দিয়ে লাফ দেয়। মাথা ফেটে আহত হয়ে পড়ে থাকে।’
নিজেকে পেশাদার চোর উল্লেখ করে ইউসুফ উপস্থিত লোকজনকে জানান, বাড়িতে তার পাঁচ মেয়ে নিয়ে কষ্টের সংসার। তাই বাধ্য হয়ে চুরি করেন। এসব যন্ত্রাংশ বিবিরহাট বাজারে বিক্রি করেন।
সাংবাদিক মীর মাহফুজ আনাম তথ্যদেন, ওই চোরকে বৃহস্পতিবার ভোরে নাজিরহাট হাসপাতালে চিকিৎসা নিতে পাঠান ভবনটির মালিক।