চট্টগ্রাম: আদালতের কার্যক্রম চলাকালে স্ত্রীকে মারধর করেন স্বামী। স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নেন বিচারক। এরপর তাৎক্ষণিক বিচার করে স্বামীকে দিয়েছেন ১৫ দিনের কারাদন্ড। বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম আল-ইমরান খানের আদালতে ঘটেছে এই ঘটনা।
কারাদন্ডপ্রাপ্ত আবদুর রহমান (৩৫) চট্টগ্রাম নগরের বাকলিয়া এলাকার বাসিন্দা জাফর আহমদের ছেলে। ভুক্তভোগী স্ত্রী শারমিন আক্তার একই এলাকার মৃত সোনা মিয়ার মেয়ে।
আদালত সূত্র জানায়, স্ত্রীর দায়ের করা মামলায় মঙ্গলবার গ্রেফতার হন শারমিনের ভাই মনজুরুল ইসলাম। বুধবার তাকে আদালতে হাজির করা হয়। ভাইকে দেখতে বুধবার আদালতে আসেন শারমিন। দুপুরে মহানগর হাকিম আল-ইমরান খানের এজলাস কক্ষে বসে ছিলেন তিনি। একপর্যায়ে সেখানে গিয়ে স্ত্রীকে বের করে আনেন আবদুর রহমান। এজলাস কক্ষের প্রবেশপথে শারমিনের কাছে মোবাইল খুঁজেন স্বামী। এ নিয়ে তর্কের একপর্যায়ে স্ত্রীকে মারধর শুরু করেন আবদুর রহমান। বিষয়টি নজরে আসায় পুলিশকে নির্দেশ দিয়ে দুইজনকে কাঠগড়ায় ডেকে নেন আদালত। এরপর স্ত্রী ঘটনার বর্ননা দেন। স্বামী দোষ স্বীকার করেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, আদালতের সামনে ঘটনা ঘটার পর স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নেন বিচারক। এরপর আসামিকে ৩২৩ ধারায় ১৫ দিনের কারাদন্ড দেন। রায় ঘোষণার পর আবদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।