রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

খালে পড়ে অজ্ঞাত শিশুর মৃত্যু

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০১৭ | ১১:০৬ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানা এলাকায় খালে পড়ে যাওয়া অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার বাকলিয়ার রসুলবাগ আবাসিক এলাকার খালপাড় নামক স্থান থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নিউটন দাশ বলেন, উদ্ধারকৃত শিশুটির আনুমানিক বয়স নয় বছর। বেলা সাড়ে ৩টার দিকে খবর পেয়ে আমরা ডুবুরি দিয়ে খালে তল্লাশি শুরু করি। তখন খালে জোয়ার ছিল। প্রায় দুই ঘন্টা পর শিশুটির মৃতদেহ উদ্ধার করি।