রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

স্বামীকে খুন করে পলাতক স্ত্রী

প্রকাশিতঃ ২৫ জুলাই ২০১৭ | ৭:৫১ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকায় স্বামীকে কুপিয়ে খুন করে পালিয়েছে এক স্ত্রী; যাওয়ার সময় নিয়ে গেছেন নিজের চার সন্তানকেও। সোমবার দিবাগত রাতে বইল্যা কলোনী এলাকায় এই ঘটনা ঘটেছে।

নিহত মো. জয়নাল (৫০) মিরসরাই এলাকার বাসিন্দা। পেশা রিকশাচালক জয়নাল পরিবার নিয়ে বইল্যা কলোনীর একটি বাসায় থাকতেন। অন্যদিকে অভিযুক্ত মুন্নি আক্তার রাজমিস্ত্রির সহকারি হিসেবে কাজ করেন বলে পুলিশ জানিয়েছে।

হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) সৈয়দ জোবায়ের বলেন, পারিবারিক বিষয় নিয়ে সোমবার রাতে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এরই একপর্যায়ে রাতের কোন একসময়ে জয়নালকে খুন করা হয়েছে। মঙ্গলবার সকালে চার সন্তানকে নিয়ে মুন্নিকে পালিয়ে যেতে দেখেছেন প্রতিবেশীরা। এরপর স্থানীয়রা ওই বাসায় গিয়ে রক্তাক্ত অবস্থায় দেখতে পান জয়নালকে।

তিনি আরও বলেন, জয়নাল এরআগে আরও তিন বিয়ে করেছেন; মুন্নি তার চতুর্থ স্ত্রী। আর মুন্নির তৃতীয় স্বামী হলেন জয়নাল। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে আছে। তার আগের সংসারের এক ছেলে ও এক মেয়ে সঙ্গে ছিল। মুন্নিতে ধরার চেষ্টা চলছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।