ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কোনো জায়গায়, কোনো অবস্থায় বিএনপির সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না।
আজ মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪–দলীয় জোটের একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।
১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, ‘কোনো জায়গায়, কোনো অবস্থায় বিএনপির সঙ্গে আলোচনার প্রশ্নই ওঠে না। কী কারণে বলব, বলেন? যারা হত্যায় রাজনৈতিক প্রশ্রয় দিয়েছে, ২০১৪ সালে মানুষকে জ্বালিয়ে–পুড়িয়ে মেরেছে, তাদের সঙ্গে আলোচনার কোনো প্রশ্নই ওঠে না। আলোচনা হবে নির্বাচন কমিশনের সঙ্গে। নির্বাচন কমিশন ডেকেছে তাদের, নির্বাচন কমিশন তো নির্বাচন পরিচালনা করবে। তাদের (নির্বাচন কমিশন) সঙ্গে আলোচনা হবে। আমাদের সঙ্গে আলোচনা কেন হবে?’
মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা আশঙ্কা করছি। আশঙ্কা আছে। বিএনপি চিরদিন চক্রান্তের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। চক্রান্তের বাইরে তারা কোনো দিন রাজনীতি করেনি। এবারও তাদের চক্রান্ত শুরু হয়ে গেছে। আমরা আশঙ্কা করছি, ২০০১ সালের মতো আবার জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মধ্য দিয়ে সাহাবউদ্দিন-লতিফুর মার্কা নির্বাচন করার জন্য পাঁয়তারা শুরু করেছে।’ তিনি বলেন, একটি গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করার জন্য বিএনপি-জামায়াত জোট ২০১৪ সালে নির্বাচন প্রতিহত করতে ব্যর্থ হয়েছে। এবারও লক্ষ্য করা যাচ্ছে, লন্ডন চক্রান্ত শুরু হয়ে গেছে। বিএনপির বিভিন্ন কথাবার্তা বোঝা যায়, নীল নকশা সামনে রেখে নির্বাচন ভন্ডুল করার জন্য তারা তৎপরতা শুরু করেছে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদের একাংশের সাধারণ সম্পাদক শিরিন আক্তার প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।