সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

পিরানহা জব্দ, হালদা ফিশারীকে জরিমানা

প্রকাশিতঃ ২২ জুলাই ২০১৭ | ৭:১৪ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের ফিশারীঘাটে অভিযান চালিয়ে ৬০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে। মৎস্য হ্যাচারী আইন ভঙ্গের দায়ে হালদা ফিশারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার সকালে এসব অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মদ আলী বলেন, নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি করার অপরাধে বিক্রেতা মোঃ ফারুককে ১ হাজার টাকার জরিমানা করা হয়। জব্দকৃত ৬০ কেজি পিরানহা মাছ পরবর্তীতে ধ্বংস করা হয়। পৃথক অভিযানে দক্ষিণ পতেঙ্গায় হালদা ফিশারীতে অভিযান চালিয়ে হ্যাচারী বিধিমালা ভঙ্গের দায়ে উক্ত প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মমিনুল হক, সহকারী মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী।