সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

চিকিৎসার জন্য ভারতে আহমেদ শফী

প্রকাশিতঃ ২২ জুলাই ২০১৭ | ২:৫৯ অপরাহ্ন

চট্টগ্রাম: উন্নত চিকিৎসার জন্য হেফাজতে ইসলামের আমির শাহ আহমেদ শফীকে নিয়ে যাওয়া হয়েছে ভারতের দিল্লিতে।

শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয় বলে জানান হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদি।

তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য হুজুরকে ভারতের দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে বার্ধক্যজনিত বিভিন্ন রোগের চিকিৎসা নেবেন। দিল্লিতে দেওবন মাদরাসার মুহাদ্দিস আল্লামা আরশাদ মাদানীর তত্ত্বাবধানে থাকবেন তিনি।

বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে পড়লে গত ১৮ মে আহমেদ শফীকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি ঘটলে ৬ জুন তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। আজগর আলী হাসপাতালে প্রায় ১ মাস ৪ দিন চিকিৎসা শেষে গত ১০ জুলাই চট্টগ্রামে ফিরে আসেন তিনি। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। দুই মাস ধরে তরল খাবার ছাড়া খেতে পারছেন না অন্য কিছু।