রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় আজ শনিবার ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কাজী মো. রিফাত নামের এক ব্যাংক কর্মকতা নিহত হয়েছে।
নিহত রিফাত উপজেলার লালানগর ইউনিয়নের কাজী বাড়ি এলাকার বাসিন্দা কাজী নুরুল কবির পুতুল সওদাগরের ছেলে। তিনি উপজেলার চন্দ্রঘোনায় ওয়ান ব্যাংকের শাখায় জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, সকালে রিফাতসহ তার কয়েকজন বন্ধু মিলে সিএনজিচালিত অটোরিকশা যোগে কাপ্তাই থেকে আসার পথে চন্দ্রঘোনা ইকোপার্কের কাছাকাছি আসলে বিপরীতমুখী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। তখন ঘটনাস্থলেই রিফাত মারা যায়।
এ বিষয়ে একই সিএনজিতে থাকা উপজেলার আলম শাহ পাড়া এলাকার বাসিন্দা মো. মুহসিন একুশে পত্রিকাকে বলেন, তারা সকালেই কাপ্তাই গিয়েছিল। পরে ফেরার পথে সকাল ৯ টার দিকে ইকোপার্কের পাশেই চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মিল্কী একুশে পত্রিকাকে বলেন, দুর্ঘটনার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।