চট্টগ্রাম: পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় মিরসরাইয়ের খইয়াছড়া ইউপি চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীসহ চারজনকে জিজ্ঞাসাবাদ করতে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম হোসেন মো. রেজা এই আদেশ দেন।
অন্য আসামিরা হলেন- ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা জাহেদ ইকবালের তিন সহযোগি আসিফ ইকবাল চৌধুরী, আসলাম ও রাশেদুল আলম।
চট্টগ্রাম জেলা পুলিশের আদালত পরিদর্শক এএইচএম মশিউর রহমান বলেন, চার আসামির বিরুদ্ধে জননিরাপত্তা বিঘœনকারী অপরাধ দ্রুত বিচার আইনে দায়ের করা মামলায় সাত দিন, পুলিশের ওপর হামলার অপর মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ডের আবেদন করা হয়। পুলিশের ওপর হামলার মামলায় মঙ্গলবার শুনানি শেষে দুইদিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্য মামলাটির শুনানি বুধবার হবে।
প্রসঙ্গত গত ১৫ জুলাই মিরসরাই উপজেলার বড়তাকিয়া বাজার এলাকায় মহাসড়ক অবরোধ ও অটোরিকশাচালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একইদিন বড়তাকিয়া বাজারের অস্থায়ী ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।