চট্টগ্রাম: বাংলাদেশ মানবাধিকার কমিশনের চট্টগ্রাম বিভাগের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদিত হয়েছে।
এই উপলক্ষে সোমবার সন্ধ্যায় নগরের হযরত শাহ আমানত (রহ.)- এর মাজারে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা অংশ নেন।
নতুন কমিটির কর্মকর্তারা হলেন- বাংলাদেশ মানবাধিকার কমিশনের জাতীয় গভর্নর ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এডভোকেট মোহাম্মদ আবুল হাশেম, নির্বাহী সভাপতি লায়ন জাফর উল্লাহ এম জে এফ, লায়ন এ এ গোলাম ফারুক মামুন, সিনিয়র সহ সভাপতি হাজী ইকবাল আলী আকবর, সাধারণ সম্পাদক লায়ন ফেরদৌস খান আলমগীর, সহ-সভাপতি আব্দুল হান্নান বাবু, চৌধুরী মো. আনোয়ার উল্লাহ, অধ্যাপক মো. ইউনুস মিয়া ও অধ্যাপক মো. ইউনুস। নির্বাহী সম্পাদক আবদুল মজিদ চৌধুরী, মো. সেলিম হোসেন চৌধুরী, মো. ইকবাল হোসেন।
সিনিয়র যুগ্ম সম্পাদক লায়ন সালাউদ্দীন লাভু, যুগ্ন সম্পাদক আবু সাদাত মো. সায়েম, লায়ন এহসান উল্লাহ মুকুট, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবু বকর তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুনুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এসএম রফিকুল ইসলাম, দফতর সম্পাদক রাশেদুল ইসলাম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট রেহেনা আক্তার, সাহিত্য বিষয়ক সম্পাদক ডা. রমজান আলী সেলিম প্রমুখ।