মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

চট্টগ্রামে ছাত্রদল নেতা গ্রেফতার

প্রকাশিতঃ ১৪ জুলাই ২০১৭ | ৭:৩৪ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর নিজ বাসা থেকে ছাত্রদল নেতা ফজলুল হক সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে পাহাড়তলী ঝর্ণাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফজলুল হক সুমন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও চট্টগ্রাম নগর ছাত্রদলের সহ-সভাপতি।

ডবলমুরিং থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সুমনকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কমপক্ষে সাতটি ভাঙচুর ও নাশকতার মামলা আছে। এরমধ্যে কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা আছে। তাকে জিজ্ঞাবাবাদ করা হচ্ছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ বলেন, ফজলুল হক সুমন ছাত্রদলের ত্যাগী নেতা। মামলায় আদালত থেকে জামিনে থাকা সত্বেও রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানির জন্য সুমনকে পুলিশ গ্রেফতার করেছে।