তথ্যপ্রযুক্তি ডেস্ক : লাখ লাখ বা কোটিরও অধিক অথবা হাজার হাজার ফেসবুক ফলোয়ার নিয়ে যারা মহানন্দে ছিল তাদের ঘুম হারাম। কেননা, বুধবার (১২ অক্টোবর) ঘুম থেকে উঠে ফেসবুকে ছোখ রাখতেই গোলমেলে হয়ে যায় সব। ৫০ হাজার ফলোয়ার হয়ে গেছে ১০ হাজার, লাখ নেমেছ হাজারে। এমনকি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ফলোয়ারের সংখ্যাতেও ধস নেমেছে। প্রায় ১০ কোটি থেকে কমে রাতারাতি তার ফলোয়ারের সংখ্যা কমে মাত্র ৯ হাজার ৯৯৩ হয়েছে।
অনেকেই বিষয়টি নিয়ে নিজ নিজ ফেসবুক পেইজে পোস্ট দিয়েছেন। কেউ কেউ এই সমস্যাকে ফেসবুক প্ল্যাটফর্মের একটি বাগ বলে সন্দেহ করছেন।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যম নিউজ উইক জানিয়েছে, বিশ্লেষণ প্ল্যাটফর্ম ক্রাউডট্যাঙ্গলের তথ্য অনুসারে, গত ৩ ও ৪ অক্টোবর নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, হাফিংটন পোস্ট, দ্য হিল, ইউএসএ টুডে, নিউইয়র্ক পোস্ট এবং নিউজউইক ফেসবুকে তাদের অনেক ফলোয়ার হারিয়েছে। এর মধ্যে ইউএসএ টুডে গত সোমবার হারিয়েছে ১৩৭২৩ এবং মঙ্গলবার হারিয়েছে ১১৩৯২ জন ফলোয়ার।
অপরদিকে নিউইয়র্ক টাইমস গত সোমবার হারিয়েছে ৬,২২৫ জন ও মঙ্গলবার হারিয়েছে ৪,৯৪৪ জন ফলোয়ারকে। সোমবার নিউইয়র্ক পোস্ট হারিয়েছে ৮২০০ জন ও পরের দিন ৪৩৭৮ জন ফলোয়ার হারিয়েছে। সোমবার ওয়াশিংটন পোস্ট তাদের ফলোয়ার হারিয়েছে ৫,৮০৪ জন এবং পরের দিন হারিয়েছে আরও ৪,৩৩৭।