রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

পতেঙ্গায় বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার

প্রকাশিতঃ ২৬ জুন ২০১৭ | ১১:৫০ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরীর পতেঙ্গার মাইজপাড়া এলাকা থেকে লিটন (৩৫) নামে এক রাজমিস্ত্রীর বস্তাবন্দি গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে মাইজপাড়াস্থ আয়েশা সিদ্দিকা স্কুলের পূর্ব পাশে ঢাকাইয়া ভবনের ছাদ থেকে পঁচাগলা লাশটি উদ্ধার করা হয়।

নিহত লিটন (৩৫) সিলেট জেলার বিশ্বনাথ থানার ধরারাই গ্রামের রজব আলীর ছেলে।

পতেঙ্গা থানার ওসি আবুল কাশেম ভুঁইয়া বলেন, স্থানীয়দের খবরের ভিক্তিতে ভবনের ছাদে কংক্রিটের নীচে চাপা দেয়া অবস্থায় লিটনের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। আজ সেখান থেকে প্রচন্ড দুর্গন্ধ বের হয়ে ভবনের বাসিন্দারা বিষয়টি পুলিশকে জানায়।